আজকাল ওয়েবডেস্ক: শনিবার নারী দিবস। ওই দিন গুজরাটের নওসারি জেলায় 'লাখপতি দিদি' সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো আয়োজন। নারী দিবসের কথা বিবেচনা করে এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় থাকছেন শুধু মহিলা পুলিশ কর্মীরাই। বিষয়টিকে ঐতিহাসিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। কারণ এই প্রথম শুধু মহিলা নিরাপত্তাকর্মীরাই থাকছেন ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষায়।
ইতিমধ্যেই গুজরাটের নওসারির অনুস্থানস্থল ও তার চারপাশ কড়া নিরাপত্তায় মুড়ে পেলা হয়েছে। মোদির সুরক্ষায় থাকবেন মহিলা আইপিএস, এসআই ও কনস্টেবল। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, "নারী দিবসে উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। এই বড় অনুষ্ঠানের গোটাটাই তাঁরা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।"
তথ্য মোতাবেক, গুজরাটের অনুষ্টানে ২,১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ পরিদর্শক, ১৬ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার মহিলা আধিকারিক থাকবেন প্রধানমন্ত্রীর সুরক্ষায়।
প্রশাসন মনে করছে, এই উদ্যোগটি নারী দিবসে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে। এছাড়া কেন্দ্রের অনুমান, এই পদক্ষেপের মাধ্যমে গুজরাটকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাও গোটা দুনিয়ার সামনে প্রকাশ করা যাবে।
প্রধানমন্ত্রী শুক্র ও শনিবার গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে দুই দিনের সফরে থাকবেন, এই সফরে তিনি ৮ মার্চ ভানসি বরসি গ্রামে 'লক্ষপতি দিদি সম্মেলনে' ভাষণ দেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওই দিন সিনিয়র মহিলা আইপিএস অফিসার এবং স্বরাষ্ট্র সচিব নিপুনা তোরাওয়ানে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
